• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বীরগঞ্জে আনন্দ র‌্যালী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

দিনাজপুরের বীরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে ফজলুল হক মন্টু, কার্যকারী সভাপতি পদে আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক পদে কে এম আজম খসরুকে নির্বাচিত করায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় শ্রমিকলীগ বীরগঞ্জ পৌর শাখার আয়োজনে মাইক্রো স্ট্যান্ড থেকে উক্ত আনন্দ র‌্যালী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্তরে  ১টি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ বীরগঞ্জ পৌর শাখার সভাপতি মো: সোহেল, সহ-সভাপতি কার্তিক রায়,সাধারণ সম্পাদক সোহের রানা, সহ-সাধারণ সম্পাদক বিপিন রায়,সাংগঠনিক সম্পাদক মো: মুন্না, জিল্লুর, নজরুল,মতিউর প্রমুখ। 

আলোচনা সভায় বক্তাগণ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করছেন। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান শ্রমিক বান্ধব সরকারের উন্নয়ন ও শ্রমিকদের জন্য বিভিন্ন সময়ে নেয়া উদ্যোগ শ্রমিকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।