• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

জনশূন্য দিনাজপুরের ঘোড়াঘাট

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

সারাদেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকা এখন ফাঁকা। সরকারি নির্দেশনায় স্কুল কলেজ কোচিং সেন্টার আগেই বন্ধ হয়ে গেছে। সরকারি নির্দেশনা মেনে এখন বিশেষ প্রয়োজন ছাড়া জন সাধারণ ঘর থেকে বের হচ্ছে না। ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল প্রকার দ্রব্যোর দোকান পাট মার্কেট গুলো বন্ধ। দুই একটি খোলা দেখলেই আইন শৃংখলাবাহিনীর সদস্যরা বন্ধ করে দিচ্ছেন। 

অপ্রয়োজনীয় ভাবে ঘোরা ফেরা করলেই আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কঠোর ভাবে সর্তক করছে। যান চলাচল নেই বললেই চলে । ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের নির্দেশে উপজেলার হাট-বাজার মাইকিং প্রচারের মাধ্যমে বন্ধ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সেনাবাহিনীর সদস্য সহ আইন শৃংখলা বাহিনীর সদস্য উপজেলার বিভিন্ন হাট বাজারে টহল অবস্থায় ছিল। 

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম জানান- ২৬ মার্চ থেকে পরবর্তী ঘোষনা না দেওয়ার পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষথেকে যে গণ বিজ্ঞপ্তি জারি করা হয় তা বহাল থাকবে।