• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

জন্মশতবর্ষ উপলক্ষে জলঢাকায় নারী প্রীতি ফুটবল খেলা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় নারী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ জানুয়ারি/২০২০) বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রীতি খেলায় রংপুর জেলা ফুটবল একাদশ ৩-১ গোলে দিনাজপুর জেলা ফুটবল দলকে পরাজিত করে। এর আগে উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা'র সভাপতিত্বে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন স¤পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য আরিফ হোসেন মুন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান  আব্দুল ওয়াহেদ বাহাদুরের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, উপজেলা আঃলীগের সাধারন স¤পাদক সহীদ হোসেন রুবেল, জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, কাস্টমসের সাবেক সহকারি কমিশনার আব্দুস সালাম, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, পৌর আ'লীগের সাধারন স¤পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, প্রমুখ। নারী প্রীতি ফুটবল খেলাটি দেখতে উপজেলার প্রায় ১০ হাজার দর্শক উপস্থিত হয়েছিল।