• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

জমি সংক্রান্ত বিরোধ: কিশোরগঞ্জে কৃষকের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  

নীলফামারীর কিশোরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে এনামুল হক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে দক্ষিণ চাঁদখানা কাটগারী পন্ডিৎপাড়া গ্রামের উজির মামুদের ছেলে। এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে। 

আটককৃতরা হলেন, উত্তর বাহাগিলী ডাঙ্গাপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে আবেদুল ইসলাম ও আব্দুল মামুদের স্ত্রী কান্দুরী বেগম।

জানা যায়, বাহাগিলী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে আতিয়ার রহমনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। শনিবার সকালে এনামুল ও তার লোকজন জমিতে ক্ষেত নিড়ানি দেয়ার সময় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। একপর্যায়ে তাকে টেনে হিঁছড়ে রাস্তায় নিয়ে এসে লাঠি ও লোহার রড দিয়ে বেদম মারপিট করেন। এসময় এনামুল, ময়নুল, আয়না, একরামুল ও হানিফ ফকির আহত হন। আহতদেরকে রংপুর মেডিকেল কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার সকালে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আহত এনামুলের মৃত্যু হয়। 

কিশোরগঞ্জ থানার ওসি এম হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনার জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে, মামলার প্রক্রিয়া চলছে।