• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

জমে উঠেছে রংপুরের হাবু বেনারসি পল্লী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ মে ২০১৯  

ঈদের বাকি আরও কয়েক দিন। এরই মধ্যে জমে উঠেছে রংপুরের ঈদ বাজার। ছোট-বড় সব মানুষ এখন বাজারমুখী। বিশেষ করে বাজার জুড়ে নারী ক্রেতাদের সরগরম উপস্থিতি রয়েছে।

এবার ঈদে শাড়ি কিনতে নারীদের আগ্রহ বেড়েছে। কদর বেড়েছে নানা নামে পরিচিত পছন্দসই বেনারসি শাড়ির।

রংপুর মহানগরী থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রয়েছে গঙ্গাচড়া উপজেলার হাবু বেনারসি পল্লী।

বুধবার সেখানে সরেজমিনে দেখা যায়, নারীরা ঈদের কেনাকাটা করতে জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন। এখানকার নানা রঙের বেনারসি শাড়ির বেশ কদর রয়েছে। বেনারসির মধ্যে রাঙুলি, চুন্দরি, নেট, ঝুট, কোটাসহ নানা শাড়ির নাম ঘুরে ফিরে আসছে নারীদের মুখে। এসব শাড়ির দামও ক্রেতাদের নাগালের মধ্যে। এক হাজার টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে এসব শাড়ি বিক্রি হচ্ছে।

হাবু বেনারসি পল্লীতে শাড়ি কিনতে আসা রংপুর মহানগরীর হাবিবনগর এলাকার আসাদুজ্জামান আরমান জানান, তিনি তার স্ত্রীর জন্য শাড়ি কিনতে এসেছেন। বেনারসি শাড়ির বুনন ভালো। রঙ, নকশাও পছন্দের।

পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ফিরোজা বেগম বলেন, ‘গত বছরও এখান থেকে শাড়ি কিনেছি। এবারো শাড়ি কিনতে এসেছি। দামও নাগালের মধ্যে রয়েছে।’

এদিকে ঈদ যতই ঘনিয়ে আসছে, শাড়ি বুননে তাঁতীদের ব্যস্ততাও বাড়ছে। আর ক্রেতাদের সরব আগমনে তাদের মুখে ফুটেছে ভালো থাকার হাসি।

বিক্রেতারা জানান, ক্রেতাদের পছন্দ ও চাহিদার ওপর গুরুত্ব দিয়ে শাড়ি তৈরি করা হয়েছে। এবারের ঈদে বেনারসি শাড়ির চাহিদা বেশি।