• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

জলঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় পুত্রের মৃত্যু, বাবা আহত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১১ জুন ২০১৯  

নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রতন কুমার রায় (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বাবা শংকর চন্দ্র রায়।

জানা যায়, বাবা ও ছেলে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের চ্যাঙমারী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে জলঢাকা-রংপুর মহাসড়কের রণচন্ডি ইউনিয়নের উত্তরপাড়া কমিউনিটি ক্লিনিক নামক স্থানে রংপুরের সেন্ট্রাল হাসপাতালের একটি এ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মারাত্মক আহত হন রতন ও তার বাবা শংকর।
এ সময় তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান রতন। আহত বাবাকে রংপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশিদ বলেন, ‘দুর্ঘটনায় আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল চালক রতন কুমার রায়ের মৃত্যু হয়। একই সাইকেলে থাকা বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।