• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

জলঢাকায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০  

নীলফামারীর জলঢাকা উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরকারিভাবে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২০-২১ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরিষা, মশুর, খেসারী, মুগ ডাল, সূর্যমুখী, গম,  পেঁয়াজ, টমেটো, মরিচ, ভুট্রা ও বোরো ফসলের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মনিরুজ্জামান। 

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারনণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর হাসান আল বান্না প্রমুখ। 

প্রসঙ্গত, উপজেলার ৪ হাজার ৫ শত কৃষকের মাঝে ঐ প্রকল্পের আওতায় বীজ ও সার বিতরণ করা হবে। প্রথম দফায় ৩ শত কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।