• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

জলঢাকায় নারী প্রীতি ফুটবল ম্যাচে রংপুর জয়ী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় নারী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রীতি খেলায় রংপুর জেলা ফুটবল একাদশ ৩-০ গোলে ঢাকা নারায়নগঞ্জ ফুটবল দলকে পরাজিত করে। 

জলঢাকা-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আঃলীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, সহকারি কমিশনার ভূমি গোলাম ফেরদৌস, জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, কাস্টমসের সাবেক সহকারি কমিশনার আব্দুস সালাম, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, খেলার পৃষ্ঠপোষক সিয়াম এন্টারপ্রাইজ ও জি গ্যাস কোম্পানীর ডিস্ট্রিবিউটর মঞ্জুরুল আলম সিয়াম, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, প্রমুখ। 

নারী প্রীতি ফুটবল খেলাটি দেখতে উপজেলার প্রায় ১৫ হাজার দর্শক উপস্থিত হয়েছিল।