• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

জলঢাকায় নৈশ প্রহরীদের মাঝে পোষাক বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০  

নীলফামারীর জলঢাকায় পৌর এলাকার বিভিন্ন বাজারে দায়িত্বরত নৈশ প্রহরীদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো। তাদের ওই দাবি পূরণে এগিয়ে এলেন জলঢাকা বণিক সমিতি ও সাবেক পৌর মেয়র। গতকাল থানা চত্বরে পৌর এলাকার ২২ জন নৈশ প্রহরীর হাতে পোষাক তুলে দেন ওসি মোস্তাফিজুর রহমান।  

এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা বণিক সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র, উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক ইলিয়াস হোসেন বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি, পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ অনেকে।

নৈশ প্রহরীদের দায়িত্ব পালনকালে যাতে তাদেরকে সহজেই চেনা যায় এমন উদ্যোগ নেন জলঢাকা থানার কর্মকর্তা ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান। 

নৈশ প্রহরীর পোষাক পেয়ে অনেক খুশি প্রহরীরা। তারা বলেন- বাজার পাহারা দিতে কোন রকম সমস্যা হয় কিনা পুলিশের লোকজন সবসময় খোঁজখবর নেয়। তারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেন। আবার আমাদের দাবি পূরনে এগিয়ে এসেছেন, এজন্য আমরা কৃতঙ্গতা জানাই। 

সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, পৌর শহরের বিভিন্ন মার্কেটে বা বাজারে কর্মরত নৈশ প্রহরীরা দীর্ঘদিন ধরে তাঁদের পোষাকের দাবি করে আসছিলো। তাদের এই দাবি পূরন করতে পেরে, আমি আজ খুবই খুশি। 

এ ব্যপারে থানা কর্মকর্তা ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, মুজিবর্ষ উপলক্ষে এ উদ্যোগ গ্রহণ করেছি। সরকারের অক্লান্ত পরিশ্রম আর নির্দেশনায় পুলিশ এখন জনগণের পুলিশে পরিণত হয়েছে। জনগণকে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।