• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

জলঢাকায় বেগম রোকেয়া দিবস উদযাপন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮  

নীলফামারীর জলঢাকায় ‘সময় এখন নারীর উন্নয়নেও তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’-এই প্রতিপাদ্য সামনে রেখে উদযাপিত হল বেগম রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ। প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ, রাবেয়া চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, নির্বাচন অফিসার উজ্জল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায় প্রমুখ। আলোচনা শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় শেফালী বেগম, শায়লা বেগম, শিবানী রানী চৌধুরী ও পেয়ারী বেগমকে সংবর্ধনা দেওয়া হয়।