• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

জলঢাকায় ব্যতিক্রমধর্মী মানবতার দেয়াল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯  

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী এলাকার প্রধান সড়কের পাশে একটি দেয়ালে ঝোলানো প্যান্ট-শার্ট ও গেঞ্জি। পুরো দেয়াল জুড়ে একটি শ্লোগানে লেখা 'আপনার যা অপ্রয়োজন হতে পারে তা অন্যের প্রয়োজন' তার এক লাইন নিচে বড় হরফে লেখা “'মানবতার দেয়াল'” ঠিক এর মাঝখানে লেখা 'আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, অন্য পাশে লেখা, 'আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান।' দেয়ালের দুই পাশের বর্ডার সাইডে লেখা আছে কিছু জরুরি মোবাইল নাম্বার যেমন এলাকার ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, র‌্যাব-১৩ নীলফামারী, জলঢাকা থানা, জীবন বাঁচাতে রক্তের প্রয়োজনে ১১জন স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকের মোবাইল নাম্বারসহ অপরাধের তথ্য প্রদানের জন্য জাতীয় জরুরী সেবার ৯৯৯ নাম্বার।

দেয়ালটিতে পরপর সাজানো তিনটি ওয়াল হ্যাঙ্গার। সেখানে চাইলে বিত্তবান মানুষ প্যান্ট-শার্ট-থ্রিপিস-জুতা-ব্যাগ ইত্যাদি উপকরণ রেখে যেতে পারবেন। আবার দুঃস্থ মানুষজনের যার যেটা প্রয়োজন সেখান থেকে নিয়ে নিতে পারবেন।

'হিউম্যান রাইটস, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি, জলঢাকা উপজেলা শাখার' উদ্যোগে যাত্রা শুরু করেছে এমন মানবতার দেয়ালের মাধ্যমে। 

সংগঠনটির জলঢাকা উপজেলা শাখার সভাপতি উদ্যমী যুবক স্বেচ্ছাসেবী সংগঠক এম. রাশেদুজ্জামান তাওহীদ জানান, মানবতার দেয়ালে বিত্তবানরা ব্যবহারযোগ্য কাপড় জমা দিতে পারবেন। সেগুলো দেয়ালে ঝোলানো থাকবে। সেখান থেকে অসহায় মানুষ তাদের প্রয়োজনীয় কাপড় বেছে নেবেন। গত ৬ অক্টোবর সংগঠনের খুটামারা ইউনিয়ন শাখার কার্যক্রম চালু করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ শামীম, মাছরাঙ্গা টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মঞ্জুজুরুল আলম সিয়াম, আবু বকর সিদ্দিকি, এনামুল হক, তিতুমীর, আসলাম হাকিম, রুবেল, সোহেল রানা ও মেহেদী হাসান প্রমুখ।