• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

জলঢাকায় ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

“কাদিতে আসিনি আজি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ব্র্যাক শিক্ষা কর্মসুচি পরিচালিত জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের বরন ও এসএসসি ২০২০ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার(২৭ জানুয়ারি/২০২০) এ উপলক্ষে ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে নবীনবরণ ও পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়। 


ব্র্যাক জেলা ব্যাবস্থাপক লাইলুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন র্ব্যাক শিক্ষা কর্মসুচির এলাকা ব্যবস্থাপক বিধান চন্দ্র রায়, প্রধান শিক্ষক মির্জা এম এ গালিব, কর্মকর্তা আমিনুল ইসলাম, র্ব্যাক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমু হেলাল, সহকারি শিক্ষক নিরঞ্জন রায়, বিশ্বজিৎ, বজলুর রশীদ, সাদ্দাম ও অহনা আখতার প্রমুখ। এবারের এসএসসি পরীক্ষায় ১ শত শিক্ষার্থী অংশগ্রহন করছে। এছাড়াও ৬ষ্ঠ শ্রেনীতে নবাগত ১শত ২০জন শিক্ষার্থীকে বরন করে নেয়া হয়।