• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

জলঢাকায় যুব মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

মাঠ পর্যায়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র ছড়িয়ে দিতে এবং সংগঠনের কার্যক্রম বেগবান করতে নীলফামারীর জলঢাকা উপজেলার যুব মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৫ অক্টোবর) বিকালে উপজেলার পৌর আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যালয়ে এই কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি।

উপজেলার যুব মহিলা লীগের সভাপতি সুমাইয়া আকতার রোজির সভাপতিত্বে কর্মী সমাবেশের উদ্বোধন করেন জেলা যুব মহিলালীগের সভাপতি সান্তনা চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী।

অনুষ্ঠানের প্রধান অতিথি সুমী তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের পাশাপাশি নারীদের মতায়নে কাজ করছেন। তিনি গ্রামীন মহিলাদের উন্নয়নে বিশেষ বিশেষ উদ্দেগ্য গ্রহণ করেছেন। সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলো মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য নেতাকর্মীদের বেগবান হয়ে গ্রামে গ্রামে সভা সমাবেশ করার আহবান জানান।

উপজেলা যুব মহিলালীগের আয়োজনে কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা যুব মহিলালীগের সিনিয়র সহ-সভাপতি সুমাইয়া আকতার সিমু, পৌর যুব মহিলালীগের সভাপতি স্মৃতি মনি ইতি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ প্রমুখ।

সমাবেশে উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে উপজেলা ও পৌর যুব মহিলালীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।