• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

জলঢাকায় শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০  

নীলফামারীর জলঢাকা উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ পর্যায়)" শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর/২০২০) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জেলা তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) প্রকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। 


কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু প্রমুখ।

সুত্র মতে, বর্তমান সরকার শিশু ও নারী উন্নয়নে ব্যাপক কর্মসুচি গ্রহন  করছে। এছাড়াও গ্রামীণ নারীদের উন্নয়নে সরকার ১০ টি বিশেষ উদ্দ্যোগ গ্রহন করেছে। যার মাধ্যমে নারীরা নিজেই স্বাবলম্বী হয়ে উঠছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগন অংশগ্রহণ করে।