• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

জলঢাকায় ৫দিনব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০  

শতভাগ স্কাউট উপজেলা ঘোষনার লক্ষে দিনাজপুর অঞ্চলের পরিচালনায় নীলফামারীর জলঢাকা উপজেলায় ৫দিনব্যাপী ১৫৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে।

বাংলাদেশ স্কাউটস, উপজেলা কমিটির ব্যবস্থাপনায় আজ বুধবার(২৯ জানুয়ারি/২০২০) সকালে অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে এই কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, জলঢাকা উপজেলা সভাপতি সুজাউদ্দৌলা। 


উপজেলা কমিশনার বঙ্কিম চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কোর্সে উপস্থিত লিডার ট্রেইনার কোহিনুর ইসলাম, লিডার ট্রেইনার বিনয় কুমার রায়, সহকারি লিডার ট্রেইনার প্রভাত কর্মকার, মমিনুর ইসলাম, খলিলুর রহমান, নাজিরা আকতার ফেরদৌসি চৌধুরী, শাহানারা বেগম লাকি, নাসরিন আকতার, জাহেদুল হক, রমানাথ রায়, অনির্বান বিদ্যাতীর্থের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা স¤পাদক মর্তুজা ইসলাম, যুগ্ম স¤পাদক ফেরদৌস আলম, তাহাজুল ইসলাম প্রমুখ। 


এসময় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিক গুনাবলী তৈরীতে স্কাউট আন্দোলনের বিকল্প নাই। এছাড়াও তিনি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং দল গঠনের আহবান জানান। এই কোর্সে প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক অংশগ্রহন করছে। #