• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

জাককানইবি`তে প্রক্সি সাক্ষাৎকার দিতে এসে ৩ শিক্ষার্থীকে আটক

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৮  

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির সাক্ষাৎকার দিতে এসে জালিয়াতির অভিযাগে ৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশে সোপর্দ করেছে।

বিশ্ববিদ্যালয়ে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সোমবার ও মঙ্গলবার সাক্ষাৎকার দিতে আসে। সাক্ষাৎকার নেওয়ার সময় অ্যাডমিট কার্ডের ছবি ও চেহারার মিল না থাকায় সোমবার একজন এবং মঙ্গলবার দুইজনকে আটক করেছে দায়িত্বরত শিক্ষকরা। এ সময় তাদের পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করা হলে জালিয়াতি করে চান্স পাওয়ার কথা স্বীকার করে তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আটক কর পুলিশ সোপর্দ করেছে।

‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে চান্স পাওয়া শিক্ষার্থীরা হলেন, মুশফিকুর রহমান,  রেজাউল হক শামীম, হাফিজ মিয়া। প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান জানান, যারা সাক্ষাৎকার দিতে এসে আটক হয়েছেন তারা কেউই ভর্তি পরীক্ষায় অংশ নেয়নি। তাদের অ্যাডমিটে অন্য কেউ পরীক্ষা দিয়ে গেছে। এ জালিয়াতির সঙ্গে একটি বড় চক্র জড়িত। বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সেই সঙ্গে জালিয়াতির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।