• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

`জাতির পিতা একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে চেয়েছিলেন`

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশের তরুণ সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর। জাতির পিতা একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর, জিয়া-এরশাদ-খালেদা এ দেশের শিক্ষা ব্যাবস্থাকে নষ্ট করে দেয়। দীর্ঘদিন পর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে জনবান্ধব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে। নতুন ভবন পাচ্ছে। শিক্ষা ছাড়া জাতি কোন দিন উপরের দিকে ধাবিত হতে পারে না। যেখানে শিক্ষার আলো নেই দেশের কোনো দিন উন্নয়নকরা সম্ভব নয়। 

১৫ ডিসেম্বর ২০১৯ রোববার বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মানে ৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবন এবং বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উদ্বোধন শেষে এসব কথা বলেন। 

এসময় উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যাপক কালীপদ রায়, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উপ-সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আলম ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বীরগঞ্জ মহা শশ্মান উন্নয়ন কমিটির আয়োজনে শ্রী শ্রী শশ্মান কালী ও শিব মন্দিরের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।