• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

জেলা প্রশাসকের টাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল ভ্যান চালকের ছেলে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৯  

গাইবান্ধায় দরিদ্র ভ্যান চালকের ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিলেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন মিয়া। দরিদ্র মেধাবী শিক্ষার্থী শহীদ মিয়া মাত্র ৮ হাজার টাকার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিলেন না।

এ খবর পাওয়ার পর গাইবান্ধার জেলা প্রশাসক সাহায্যের হাত বাড়িয়ে দেন।পরে তিনি এই শিক্ষার্থীর হাতে তোলে দেন ১০ হাজার টাকার চেক। প্রশাসনের এই সহযোগিতা পাওয়ার পর শহীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা নিশ্চিত হয়ে গেল।

শহীদ মিয়ার দরিদ্র ভ্যান চালকের ছেলে। তাঁর বাড়ি জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর সাতীনামারী গ্রামে।

শহীদ মিয়া কাশিমবাজার উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে এস,এস,সি পাস করেন। সুন্দরগঞ্জ ধুবনি কাঁচিবাড়ী কলেজ থেকে এইচ,এস,সি পাশ করেছেন ২০১৯ সালে। সে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পেয়েছেন।