• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঝাড়ফুঁকের নামে ধর্ষণ: লালমনিরহাটে কবিরাজ গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

ঝাড়ফুঁক দেয়ার কথা বলে দীর্ঘদিন ধরে নারীদের নিজ ঘরে আটকে ধর্ষণ করতেন প্রতারক কবিরাজ শ্রী অর্জুন লাল (৪৫)। কবিরাজ অর্জুনকে গ্রেফতার করেছে লালমনিরহাট থানা পুলিশ। তার বাড়ি লালমনিরহাটের সদর উপজেলার পৌরসভার উত্তর সাপটানা এলাকায়। 

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ধর্ষক কবিরাজ লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মাহফুজ আলম। এর আগে শনিবার রাত সাড়ে বারোটার দিকে সদর উপজেলার পৌরসভার উত্তর সাপটানা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানে আসা বিভিন্ন নারীদের নিজ ঘরে আটকে রেখে ধর্ষণ করতেন অর্জুন লাল। ভুক্তভোগী এক নারী কবিরাজ লালের বাড়িতে গেলে ঝাড়ফুঁকের কথা বলে তিনি নিজ ঘরে নিয়ে যান। ওই ঘরে এক পর্যায়ে নারীকে ধর্ষণ করার চেষ্টা করেন। পরে কবিরাজকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে চলে আসেন ওই নারী। সদর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করলে পুলিশ ওই রাতেই কবিরাজকে গ্রেপ্তার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান, ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কবিরাজকে দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।