• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি সফরকারী বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এ ম্যাচে পাকিস্তানের হয়ে অভিষেক হচ্ছে আহসান আলী ও হারিস রউফের। 

এর আগে দশটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তান আটটিতে এবং বাংলাদেশ দু’টি ম্যাচে জয়লাভ করে। সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। পাকিস্তানের মাটিতে এটিই হবে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ।

সিরিজের অপর দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৭ জানুয়ারি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন। 

পাকিস্তান একাদশ: আহসান আলী, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রউফ, শাহিন আফ্রিদী ও মোহাম্মদ হাসনাইন।