• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

বাংলাদেশ-পাকিস্তানের আলোচিত টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও সিরিজ বাঁচানো ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। সিরিজে ফিরতে জয়ের বিকল্প নেই টাইগারদের। এমন বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ সময় বেলা ৩টায় মাঠে নামবে তামিম-নাঈমরা। ম্যাচটি সরাসরি দেখাবে সনি ইএসপিএন ও পাকিস্তানের পিটিভি স্পোর্টস। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে সফরকারী বাংলাদেশ। জবাবে শোয়েব মালিকের অর্ধশতকে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাবর আজমের দল।
 
আজকের ম্যাচে পাকিস্তান জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। অপরদিকে বাংলাদেশ জিতলে রোববারের তৃতীয় ম্যাচটি পরিণত হবে অঘোষিত ফাইনালে। 

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল।  মোহাম্মাদ মিঠুনের জায়গাতে সুযোগ পেয়েছেন মেহেদি হাসান। তবে কোনো পরিবর্তন নেই স্বাগতিকদের একাদশে। 

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাঈম শেখ, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

পাকিস্তান একাদশ :

বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, ও মোহাম্মদ হাসনাইন।