• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

টানা বর্ষণ ও উজানের ঢলে ডিমলার ৫ হাজার পরিবার পানিবন্দী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জুলাই ২০২০  

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ৩ দিন ধরে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারীর ডিমলা উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গবাদি পশু, হাঁস-মুরগি ও আসবাবপত্র নিয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছে।

ইতোমধ্যে তিস্তা নদী তীরবর্তী ইউনিয়নের নিচু এলাকাগুলোতে বন্যার পানি উঠেছে। তলিয়ে গেছে এসব এলাকার ঘরবাড়ি। অনেকেই ঘরবাড়ি ফেলে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষজনকে মাইকিং করে লাল সংকেত জারি করে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

রোববার (১২ জুলাই) বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, গত ১০ জুলাই থেকে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেও পানির তোড় সামলানো যাচ্ছে না। রোববার সন্ধ্যা নাগাদ পানি আরও বাড়তে পারে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায় জানান, উপজেলার পূর্ব সাতনাই, খগাখড়িবাড়ী, টেপা খড়িবাড়ী, গয়াবাড়ী, খালিশা চাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৪ হাজার ৮শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের মধ্যে অনেক পরিবার নিরাপদ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।