• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

টিয়া পাখিকে মেরে ফেলল কুকুর, অভিমানে বাবা-ছেলের বিষপান!

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

লালমনিরহাটে একটি পোষা টিয়া পাখিকে কুকুরে মেরে ফেলায় বাবা-ছেলে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় বাবা-ছেলেকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বিষপান করা ব্যক্তিরা হলেন- হাতীবান্ধার দোলাপাড়া গ্রামের আবুল হোসেন (৭০) ও তার ছেলে রবিউল ইসলাম (২৫) ।

প্রতিবেশীরা জানায়, বাড়িতে একটি টিয়া পাখি পোষতেন আবুল হোসেন। ওই পাখিটি শুক্রবার বিকেলে খাঁচা থেকে ছেড়ে দিয়ে ছেলে রবিউল ইসলাম বাড়ির বাইরে যান। পরে পাখিটি উঠানে ছুটোছুটি করলে একটি কুকুর মেরে ফেলে। ফিরে এসে পোষা প্রিয় টিয়া পাখির মরদেহ দেখে রবিউল তার মায়ের সঙ্গে ঝগড়ায় জড়ান।

এতে মায়ের সঙ্গে অভিমান করে রবিউল ইসলাম বিষপান করেন। ছেলেকে বিষপান করতে দেখে রবিউলের বাবা আবুল হোসেনও বিষপান করেন।

পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন বাবা-ছেলেকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ প্রসঙ্গে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রমজান আলী জানান, বাবা ছেলে দুজনই আশঙ্কামুক্ত। তবে তাদের সুস্থ হতে কিছুটা সময় লাগবে।