• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করল টুইটার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, ট্রাম্পের বক্তব্যে নতুন করে সহিংসতা ছড়ানোর শঙ্কায় টুইটার এমন ব্যবস্থা নিয়েছে। 

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার বলেছে, @realDonaldTrump অ্যাকাউন্ট থেকে সম্প্রতি যেসব টুইট করা হয়েছে, ওই টুইটগুলো ঘিরে যে কমেন্ট ও প্রসঙ্গ উঠে এসেছে, তা খুব নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়েছে। আবারো সহিংসতায় প্ররোচনা দেওয়ার ঝুঁকি থাকায় তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করা হয়েছি।

প্রসঙ্গত, গত বুধবার মার্কিন পার্লামেন্ট ভবনে অধিবেশন চলা অবস্থায় ট্রাম্পের সমর্থকরা তাণ্ডব চালায়। তাদের সহিংসতায় ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে।

এর আগে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। টুইটার কর্তৃপক্ষ সে সময় বলেছে, ডোনাল্ড ট্রাম্প যদি আবারো এই প্ল্যাটফর্মের নিয়ম ভঙ্গ করেন. তাহলে তার অ্যাকাউন্ট ‘স্থায়ীভাবে’ বন্ধ করে দিবে।