• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে করোনায় আরো একজনের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ আগস্ট ২০২০  

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে জাকারিয়া হোসেন নামে এক স্বাস্থ্যকর্মী মারা গেছেন। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮ । 

তিনি হরিপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপসহকারী কমিউনিটি হেলথ চিকিৎসক (সেকমো) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি হরিপুর উপজেলার আমগাও গ্রামে। 

মঙ্গলবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । গত ২৩ জুলাই তার করোনা উপসর্গ দেখা দেয় । এরপর নমুনা পরীক্ষার পর ২ আগস্ট তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎধীন অবস্থায় তিনি মারা যান। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।