• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঠাকুরগাঁওয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা আলোচনা সভা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯  

সনাতন ধর্মালম্বীদের আরাধ্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর আয়োজনে শহরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দির প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ বিডি হলে গিয়ে আলোচনা সভায় হয়।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শীলাব্রত কর্মকার প্রমুখ।

শেষে জেলার বিভিন্ন উপজেলা হতে আগত ভক্ত বৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।