• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০১৯  

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করেছে সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়। এরপর র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে গিয়ে শেষ হয়।

জেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান, পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ সকল শ্রেণিপেশার মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় ও তার আত্মার মগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এছাড়াও বক্তব্য দেন, পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী,  সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

বক্তব্য শেষে ঠাকুরগাঁও শিশু একাডেমি ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে গত ৭ আগস্টে বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন, কবিতা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

ঠাকুরগাঁও প্রতিনিধি  –