• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে নৈশকোচের চাপায় প্রাণ গেল ইমামের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জুন ২০২০  

ঠাকুরগাঁওয়ে নৈশকোচের চাপায় গিয়াস উদ্দিন নামে একজন ইমাম নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের বড় খোচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন সদর উপজেলার ১৭ নম্বর জগন্নাথপুর ইউপির গিলডাঙ্গী গৌরিপুর গ্রামের দারাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাহাড়ি রহমত পাড়া জামে মসজিদের ইমাম গিয়াস উদ্দিন বড় খোঁচাবাড়ি থেকে ভ্যানযোগে বাড়ি যাচ্ছিলেন। ভ্যানটি বড় খোচাবাড়ির ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান অফিসের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি নৈশকোচকে সাইড দিতে চেষ্টা করে। এতে ভ্যানটি রাস্তার ধারে একটি গর্তে পড়ে যায়। এ সময় ওই বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়।

বোদা থানার হাইওয়ে পুলিশ সার্জেন্ট নওউসাদ ফরহাদ জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।