• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে পিছিয়ে পড়া জনগোষ্টির বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

করোনা ভাইরাস সংক্রামন রোধে কর্মহীন পিছিয়ে পড়া ঠাকুরগাঁওয়ে ১৬০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সাবান বিতরণ করেছে স্থানীয় উন্নয়ন সংস্থাইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও। 

সোমবার দুপুরে সদর উপজেলার ঠান্ডিরাম কালিতলা ও পটুয়া পাহানপাড়ায় আদিবাসী সম্প্রদায়ের পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন-সংস্থার প্রতিনিধি আবুল মনসুর সরকার, প্রবীর গুপ্ত বুয়া, আইনুল হক, রাজিউর রহমান রাসেল। 

করোনা পরিস্থিতি মোকাবেলায় সংস্থার পক্ষ থেকে খাদ্য সামগ্রী ছাড়াও পরিচ্ছন্নতা রক্ষায় সাবান ও জীবানুনাশক স্প্রেও করা হচ্ছে বলে জানায় সংস্থার নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান। এ ধরনের সহযোগিতার অব্যহত থাকবেও বলে জানান তিনি।