• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশীকে হত্যার দায়ে যাবজ্জীবন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০  

ঠাকুরগাঁওয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে হত্যার দায়ে ইউসুফ আলী (৪০) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বি এম তারিকুল কবীর এ রায় দেন। দণ্ডিত আসামি ইউসুফ আলী ঠাকুরগাঁও সদর উপজেলার খাগড়াবাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে এ রায় কার্যকর হবে। খালাসপ্রাপ্তরা হলেন-খাগড়াবাড়ি গ্রামের আলাল উদ্দীন ওরফে আলাল (৫০), ছুটকু (৭০), সিরাজ উদ্দীন ওরফে শিরু (৩৩) ও মকবুল হোসেন (৪০)।

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ মে সকালে দণ্ডিত আসামি ইউসুফ আলী সদলবলে একই গ্রামের প্রতিবেশী আবুল কাশেম নারদকে বেধরক মারপিট করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় মৃতের ছেলে সোহেল আলম আকাশ বাদী হয়ে সাতজনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।