• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঠাকুরগাঁওয়ে বই মেলায় নতুন প্রকাশনা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ পালন উপলক্ষে মুজিববর্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঠাকুরগাঁওয়ে বড় মাঠে একুশে বই মেলা ২০২০ এ-এইবার ৮টি বই ও ছোট কাগজ প্রকাশিত হয়। গোলাম সারোয়ার সম্রাটের ‘শব্দশিল্প ঘর’ প্রকাশনের ব্যানারে কবি আফরোজা রিকা সম্পাদিত নারী, সমাজ ও সংস্কৃতি বিষয়ক লিটল ম্যাগাজিন ‘বোধন’, একই প্রকাশনের গ্রন্থ প্রবন্ধ ও কাব্য সংকলন ‘বাঙালির বঙ্গবন্ধু’ ও  তাপস দেবনাথের ‘বিধু’।

এছাড়া ঢাকা থেকে প্রকাশিত নতুন অন্যান্য বইসমূহের মধ্যে রয়েছে ডা. নাসিমা আক্তার জাহানের কাব্যগ্রন্থ ‘শতবর্ষের পদধ্বনি’, মাহবুবা বানুর ‘নীলাদ্রি ছুয়ে দাও নীলপদ্ম’, জেলা কবি সংসদের ‘কবি দর্পণ’, জুলফিকার আলী জিল্লুরের ‘ভুল টিকিটে যাত্রা’, আবু সাঈদ সিদ্দিকির ‘মুক্তির গান’। 

মেলা উপলক্ষে মঙ্গলবার রাত ৮ টায় বই মেলায় শব্দশিল্প ঘর স্টলে আলোচনা সভা ও কবিতা পাঠ  অনুষ্ঠিত হয়। এতে জীবননান্দ দাশের ১২০তম জন্মবার্ষিকী উদযাপনে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবি ও শিক্ষক তাপস দেবনাথ, সম্পাদক আফরোজা রিকা, কবি ও আলোচক আশরাফ উল আলম,কবি মাহবুবা বেগম বানু, সংগঠক ও আলোচক আবু মহী উদ্দীন,আবৃত্তিকার ও শিক্ষক ফরহাদুল ইসলাম,কবি ফরিদা বেগম, সাংস্কৃতিক সংগঠক ও কবি মাসুদ আহম্মদ সুবর্ণ, পুলিশের কর্মকর্তা ও গল্পকার-নাট্যাকার অভিনেতা কার্তিক চন্দ্র রায়, কবি সুলতানা বেগম, শিক্ষক ও আলোচক কিশোর কুমার ঝাঁ, সাহিত্যেও শিক্ষক জিয়াউর রহমান,কবি নিকুঞ্জ রায়, কবি সুজন আনোয়ার, কবি চঞ্চল রায়,  কবি ইসমাইল হোসেন এবং গীতিকার হাসান আলী প্রমুখ।