• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে বন্যার পানিতে ভেসে আসা দুই মৃতদেহ উদ্ধার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুলাই ২০২০  

ঠাকুরগাঁওয়ে বন্যার পানিতে ভেসে আসা ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ইমরান (৭) নামে একটি শিশু ও জেলার হরিপুর উপজেলার নাগর নদী থেকে রাজু মিঞা (১৮) নামে অপরজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

ঘটনার সত্যতা স্বীকার করেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া অফিসার মুহাম্মদ কামাল হেসেন। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর বসিরপাড়া এলাকায় ভূল্লী নদীতে ইমরান (৭) নামে এক শিশুর মৃতদেহ ভেসে আসতে দেখতে স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরে শিশুটির মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

অপরদিকে একই দিনে জেলার হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা নাগর নদীতে ভসে আসা রাজু মিঞা (২০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজু মিঞা উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। রাজু মিঞা ভারতের পাঞ্জাবের একটি ইটভাটায় কাজ করত। ভারত থেকে ফেরার পথে পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা  হয়েছে। তদন্ত শেষে রিপোর্ট হতে পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।