• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে ভাড়াকৃত দোকান জবর দখলের অভিযোগ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯  

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী এলাকার বাহার আলী সরকার নামের এক ব্যক্তির বিরুদ্ধে ইয়াকুব আলী নামের অপর এক ব্যাক্তির দোকান ঘর জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সদর উপজেলার বড় বালিয়া গ্রামের মৃত কলিম উদ্দিন সরকারের ছেলে বাহার আলী সরকার ২০১৭ সালের ২রা আগষ্টে ২ বছর মেয়াদে ভুল্লি এলাকার কচুবাড়ি গ্রামের ইয়াকুব আলীর দোকান ঘর ভাড়ার চুক্তিপত্র করেন। এর ৬ মাস পরে বাহার আলী দোকানের মালিক ইয়াকুব আলীর নিকট পূর্বের দোকান সংলগ্ন আরেকটি দোকান চুক্তি পত্রের মাধ্যমে ভাড়া নেন। দোকান দুটির ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হলে ইয়াকুব আলী ভাড়াটিয়া বাহার আলীকে নতুন চুক্তিপত্র করার জন্য তার বাসায় ডাকেন। বাহার আলী ফটোকপি করার নাম করে এসময় ইয়াকুব আলীর নিকট থেকে দোকান দুটির চুক্তিপত্র গুলি নিয়ে যায় এবং আর ফেরত দেয়নি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত শুক্রবার সকাল ৮ টার সময় বাহার আলী তার লোকজন নিয়ে ইয়াকুব আলীকে না জানিয়ে দোকান ঘরের পাশের একটি দেয়াল ভেঙ্গে ফেলে। ঘটনা জানার পর ইয়াকুব আলী বাধা দিতে গেলে বাহার আলীর লোকজন পালিয়ে যায়।

এ ঘটনায় গত শুক্রবার ইয়াকুব আলী ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।