• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঠাকুরগাঁওয়ে হাজী সমাবেশ অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

ঠাকুরগাঁও জেলা হাজী সংগঠনের আয়োজনে ১৮ সেপ্টেম্বর বুধবার জেলার হাজীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের হাজী সংগঠনের মসজিদ ও কমপ্লেক্সে দিনব্যাপী এই সমাবেশে জেলার প্রায় ৫শত নতুন ও পুরাতন হাজী সমবেত হয়। 

জেলা হাজী সংগঠনের সভাপতি আলহাজ্জ একেএম আব্দুল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ও বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. আবুল কাশেম।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও সমাবেশে আরো বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. ইউনুস আলী, মোদাচ্ছের হোসেন, মো. আব্দুল লতিফ, মো. সাইফুর রহমান, মো. জাফরুল্লাহ, মো. রফিকুল ইসলাম, মো. রফিকুল আলম, আনিসুর রহমান, আবু হেনা, মো. জালালউদ্দিন, মোমিনুল হক, আমিনুল ইসলাম, মো. আব্দুল মতিন প্রমুখ। বক্তাগণ মক্কা ও মদিনায় সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, হাজীগণ হলেন সমাজের সম্মানীত ব্যক্তি। তাঁদের সমাজ গঠনে ভূমিকা রাখা উচিৎ। অন্যান্য বছরের তুলনায় এবার হাজীগণ নির্বিঘ্নে হজ্জব্রত পালন করতে পেরেছেন বলেও তিনি মন্তব্য করেন। 

পরে অনুষ্ঠিত হয় মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন মো. মইনুল হোসেন জুয়েল।