• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মটরসাইকেল চালকদের হেলমেড পরিধান অভিযান

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ হেলমেটবিহীন মটরসাইকেল চালকদের মটরসাইকেল আটক করে। পরে মটরসাইকেল চালকরা হেলমেট কিনে হেলমেট পরে মটরসাইকেল চালাবেন এমন অঙ্গিকার করলে তাদের মটরসাইকেল ছেড়ে দেয়া পুলিশ। 

গতকাল রোববার বিকেলে পীরগঞ্জ থানার সামনে ওসি বজলুর রশীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সাম্প্রতিক সময়ে হেলমেটবিহীন মটরসাইকেল চালকদের সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়ায় মটরসাইকেল চালকদের হেলমেড পরিধানে অভ্যাস গড়ে তুলতে এ অভিযান পরিচালনা করে পীরগঞ্জ থানা পুলিশ।

ওসি বজলুর রশীদ জানান,পীরগঞ্জের বেশিরভাগ মটরসাইকেল চালক হেলমেটবিহীন মটরসাইকেল চালান। সড়ক দূর্ঘটনার অন্যতম প্রধান কারন এটি। হেলমেটবিহীন মটরসাইকেল চালকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। প্রথম দিনে আমরা হেলমেটবিহীন ২০টি মটরসাইকেল আটক করে চালকদের নতুন হেলমেট কিনতে বাধ্য করে ছেড়ে দিয়ে প্রাথমিক সতর্কতা প্রদান করেছি। নিরাপদ সড়ক গড়ে তুলতে এ অভিযান অব্যহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি জানান।