• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঠাকুরগাঁওয়ের ভাবনাগঞ্জে ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভাবনাগঞ্জে “স্বর্ণালী প্রজন্ম ফুটবল টুর্নামেন্ট’১৯” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে শহীদ সালাহউদ্দীন স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলায় ঠাকুরগাঁও লিটিল স্টার ফুটবল টিম ১-০ গোলে পীরগঞ্জ ফুটবল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

স্থানীয় মানব কল্যাণ সংগঠন “স্বর্ণালী প্রজন্ম” এর আয়োজনে টুর্নামেন্টে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক আফতাব উদ্দিন শাহ্’র সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঢাকার মেসার্স হাকিম এন্ড সন্স এর ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব, গেষ্ট অব অনার উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, বিশেষ অতিথি স্থানীয় ইউপি চেয়ারম্যান একরামুল হক, ইউপি সদস্য ওহিদুজ্জামান ওহিদ, কলেশ চন্দ্র রায়, সাবেক ইউপি সদস্য ফজলুর করিম মানিক, ইউপি সদস্য নবাব আলী, স্বর্ণালী প্রজন্ম সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো: হাসিবুল ইসলাম প্রমুখ। ফাইনাল খেলার প্রথমার্ধে ঠাকুরগাঁও লিটিল স্টার টিমের স্ট্রাইকার সানজিদের গোলে এগিয়ে যায় টিম। পরে উভয় টিমই অনেক সুযোগ পেয়েও গোল করতে পারেনি। নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে ১-০ গোলেই জয় নিয়ে খেলা শেষ করে ঠাকুরগাঁও লিটিল স্টার ফুটবল টিম। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ঠাকুরগাঁও লিটিল স্টার টিমের স্ট্রাইকার সানজিদ। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল চোখে পড়ার মত। বিশেষ করে মহিলা দর্শক সবার নজর কাড়ে। 

উল্লেখ্য, গত ৭ আগষ্ট ভাবনাগঞ্জ শহীদ সালাহউদ্দীন স্কুল এন্ড কলেজ মাঠে ৮টিম নিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে মেডেল, ট্রফি ও প্রাইজ মানি প্রদান করেন অতিথিরা। এ নিয়ে টানা তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন হলো লিটিল স্টার।