• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ডিমলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)  হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে মৌরিন আক্তার (১৭) নামে এক ছাত্রী। সে উপজেলার নাউতাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোজাম্মেল হকের মেয়ে।

জানা গেছে, মৌরিন আক্তারের সাথে একই গ্রামের কফর উদ্দিনের পুত্র জিয়াউর রহমানের (৩২) বিয়ের আয়োজন করা হয় বৃহস্পতিবার রাতে। গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশ, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, পেশকার রোকনুজ্জামান রোকনসহ ইউএনও নাজমুন নাহার মুন ওই রাতেই হাজির হন বিয়ে বাড়ীতে। এসময় কনে ও বর পক্ষের  সামনে বাল্যবিয়ের কুফল সম্পর্কে এবং সচেতনতামূলক মুক্ত আলোচনা করেন ইউএনও। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ইউপি সদস্যের একহাজার এবং কনে ও বর পক্ষকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার মুন বলেন, বাল্যবিয়ে আমাদের দেশের জন্য একটি অভিশাপ। সচেতনতার মাধ্যমে বাল্যবিয়ের অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে। বাল্যবিয়ের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না, আর এটি বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।