• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ডিমলায় ডিজিটাল দিবস উদযাপন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮  

ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা স্লোগানে “অভিযোজন দক্ষতার জন্য তথ্য প্রযুক্তি” এবারের এই প্রতিপাদ্যে প্রথম বারের মত নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন ও পল্লীশ্রী প্রতীক প্রকল্পের যৌথ আয়োজনে উদযাপন করা হলো ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৮। 

দিবসটি উপলক্ষে বুধবার ( ১২ ডিসেম্বর ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের র্কাযালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুনের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, উপজেলা নির্বাহী অফিসারের র্কাযালয় এর অফিস সহকারী রোকনুজ্জামান রোকন সহ পল্লীশ্রী প্রতীক প্রকল্পের উপজেলা অফিসার এম,এ মকিম চৌধুরী এবং প্রকল্পের দক্ষিণ খড়িবাড়ী গ্রামের এনিমেটর মনোয়ারা বেগম, জেসমিন বেগম, মেরিজা বেগম, রহিমা বেগম, সাবিনা বেগম প্রমুখ। 

অনুষ্ঠানের সভাপতি বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকার আইসিটির প্রায়োবিক ক্ষেত্রে অনেক উন্নয়ন করেছে এবং ইন্টারনেট ব্যবহার বিবেচনা করে বিশ্বের ৭ম অবস্থানে রয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহারে জন সচেতনতা তৈরীই এই দিবসটির মূল লক্ষ। 

তিনি আরো বলেন, গ্রামীন নারীদের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে এবং কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে সেই সাথে সহায়তা করেও আসছে।