• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ডিমলায় পুলিশের মানবিকতায় মায়ের কোল ফিরে পেল শিশু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জুন ২০২০  

নীলফামারীর ডিমলায় থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় ৪মাসের শিশু ফিরে পেল তার মায়ের কোল। গত চার বছর আগে উপজেলা সদরের সরহাট গ্রামের সাইদুল ইসলামের মেয়ে মৌসুমী(২২) এর সাথে উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া (সোনামনিরডাঙ্গা)’র আমিনুরের ছেলে রাহিদুলের পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সাংসারিক বিষয় নিয়ে রাহিদুল মৌসুমিকে শারিরিক নির্যাতন করে।

গত সোমবার রাতে রাহিদুল মৌসুমিকে আবারো শারিরিক নির্যাতন করে তার চার মাসের অবুঝ ছেলে সন্তান নিয়াজকে কেড়ে নিয়ে তাকে বাড়ী থেকে বেড় করে দেয়। মৌসুমি বাবার বাড়ীতে এসে তাকে শারিরিক নির্যাতনের বিষয় জানালে বাবার বাড়ীর লোকজন অসুস্থ মৌসুমিকে ডিমলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এবং শারিরিক নির্যাতন করে চার মাসের কোলের শিশুকে কেড়ে নেয়ার বিষয়ে মঙ্গলবার রাতে মৌসুমি ডিমলা থানায় রাহিদুলের বিরুদ্ধে একটি অভিযোগ করলে।

অভিযোগের ভিত্তিতে ওই রাতেই সিনিয়র সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল জয়ব্রত পাল এর নির্দেশে ও ডিমলা থানার ওসি (তদন্ত) সোহেল রানাসহ পুলিশের একটি দলের ঐকান্তিক প্রচেষ্টায় মৌসুমির চার মাসের শিশু নিয়াজকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় ডিমলা থানা পুলিশ।