• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ডিমলায় বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯  


নীলফামারীর ডিমলায় বিষধর সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোরশেদা বেগম (৩০) নামের ওই গৃহবধূর মৃত্যু হয়।

তিনি ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পূর্ব বাইশপুকুর গ্রামের আমিনুর রহমানের স্ত্রী বলে জানা গেছে।

খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান সরকার ঘটনার নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান বলেন, মোরশেদা বেগম শুক্রবার রাত ১১টায় বাথরুম গেলে সেখানে বন্যার পানিতে ভেসে আসা একটি বিষধর সাপ কামড় দেয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথে দিবাগত রাত ৩টায় মৃত্যু হয় তার।