• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ডিমলায় ভূট্টার বাম্পার ফলনের আশা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯  

“সঠিক চাষে সঠিক ফলন একর প্রতি ১৪৫/১৫০ মণ” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার কৃষকদের মাঝে তিস্তাসীড কোম্পানী ভূট্টার বাম্পার ফলনের সঞ্চার যোগাবে বলে মনে করেন এই উপজেলার কৃষকগণ।

সরেজমিনে গিয়ে কথা হয়, খালিশা চাপানী ইউনিয়নে তালতোলা মৌজার কৃষক মোঃ শফিকুল ইসলামের সাথে। তিনি জানান, এবার আমি দুই একর জমিতে তিস্তাসীড-১ ভূট্টা বপন করেছি। ভূট্টার গাছ মোটা ও সবল হয়ে উঠেছে। আল্লাহর রহমতে আশা করছি বিগত বছরের তুলনায় এবার অধিক লাভবান হব। 

আরো কথা হয় ছাতুনামা, বাইশপুকুর কিশামত চর, টাপুর চর, কলনির কৃষকদের মধ্যে মোঃ আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, মিজানুর রহমান, আঃ হামিদ, শহিদুল ইসলাম, মোবারকের সাথে। তারা জানান, তিস্তাসীড বীজ বপন থেকে এখন পর্যন্ত কোম্পানীর লোকজন সু-পরামার্শ অব্যহত রাখছেন।

কোম্পানীর চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সাথে বীজের গুণগত মান সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তিস্তা সীড কোম্পানীর বীজ গুনগত মান ভালো ও অধিক ফলনশীল। যদি প্রকৃতিক দূর্যোগ না আসে তাহলে আশা করি কৃষকগণ তাদের কাঙ্খিত ফসল পাবে। তাছাড়া কৃষকদের মাঝে এই কোম্পানীর মার্কেটিং অফিসারগণ সু-পরামর্শ প্রদানে মাঠে ছড়িয়ে রয়েছেন। আশা করি আমাদের কোম্পানী বাজারের শীর্ষ স্থানে থাকবে।