• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ডিমলায় সীমান্তে অভিযান চালিয়ে ১২টি গরু উদ্ধারসহ গ্রেফতার ২

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯  

নীলফামারীর ডিমলায় ১২টি ভারতীয় গরু আটক করেছে থানা পুলিশ। গরুগুলো চোরাকারবারিরা অবৈধভাবে ভারত থেকে নদীর চর দিয়ে বাংলাদেশে নিয়ে আসার সময় আটক করা হয়। অপরদিকে চোরকারবারি করার সময় ভারতে সীমান্তে প্রবেশের সময় দু’জনকে আটক করেছে বিজিবি।

জানা যায়, মঙ্গলবার রাতে ডিমলা থানা পুলিশ উত্তর খড়িবাড়ির বার্ণিঘাট বিজিবি ক্যাম্প এলাকা থেকে ওই গরুগুলো উদ্ধার করে। অপরদিকে কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের তফিরুল ইসলাম ও পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামের জোনাব আলীকে আটক করা হয়।