• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ডিমলায় ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধাদের পরিচিতি ও মতবিনিময় সভা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

বাদশা সেকেন্দার ভুট্টু, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- শনিবার (১৫-ডিমেস্বর) সন্ধ্যায় ডিমলা উপজেলা শাখা ৭১ এর সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদের আয়োজনে একটি পরিচিতি অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সাংসদ, নীলফামারী-১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সহিদুল ইসলাম।

ডিমলা শাখার সভাপতি আশুতোষ দত্ত মল্লিক (শিবু) এর সভাপতিত্বে এবং নিরেন্দ্রনাথ রায়ের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন সফিয়ার রহমান, সভাপতি, ৭১ সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদ (সমুপ), নীলফামারী, বাবু অবিনাশ চন্দ্র রায়, সম্পাদক, ৭১ সমুপ, ডিমলা, বাবু জিতেন্দ্রনাথ সেন, মোঃ সাইদুল বারি, সাংগঠনিক সম্পাদক, আ’লীগ, ডিমলা, ৭১ সমুপ সদস্য সুবোধ কুমার সিং।

অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি বাদশা সেকেন্দার, ৭১ সমুপ এর কেন্দ্রীয় সদস্য নিরঞ্জন দে, সুভাষ চন্দ্র রায়, মোঃ আফি প্রমুখ।

সভায় প্রধান অতিথি সহযোগি মুক্তিযোদ্ধাদের খাটো করে দেখার কথা ভাবতে নিষেধ করেন। তিনি বলেন, ৭১ সালে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের খাদ্য, বস্ত্র, আশ্রয় দিয়ে সহায়তা করেছিল। স্বাধীনতা যুদ্ধে তাদেরও অবদান আছে। যদি জননেত্রী পূর্ণরায় নির্বাচিত হন তাহলে তিনি জাতীয় সংসদে ৭১ সমুপের প্রকৃত মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদানের দাবী জানাবেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী হাতকে শক্তিশালী করার আহবান জানান।