• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ডেঙ্গু ও গুজব প্রতিরোধে সোচ্চার চলচ্চিত্র শিল্পীরাও

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯  

ডেঙ্গু ও গুজব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে এবার রাজপথে নেমেছেন চলচ্চিত্র শিল্পীরা। দেশে এখন ডেঙ্গু বড় সমস্যা সৃষ্টি করেছে। এর পাশাপাশি গুজবের কারণে প্রাণ গেছে অনেকের। এসব বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য কর্মসূচি পালন করেছেন চলচ্চিত্র শিল্পীরা। 

এ লক্ষ্যে মানববন্ধন ও র‍্যালি করেন চলচ্চিত্র শিল্পীরা। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে এফডিসির সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানবন্ধনের পর র‍্যালি হিসেবে এফডিসির গেট থেকে হাতিরঝিলের পাশ দিয়ে আবার এফডিসি গেটে এসে জড়ো হন শিল্পীরা। এর আয়োজন করে চলচ্চিত্র শিল্পী সমিতি। সঙ্গে ছিলেন ডিমপি’র কয়েকজন পুলিশ কর্মকর্তা।

সেখানে অংশ নেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, রোজিনা, জায়েদ খান, নিরব, অঞ্জনা, নাসরিন, আমান রেজা, পলি, কেয়া, শহিদুল আলম সাচ্চু, মৌমিতা মৌ, জয় চৌধুরী, রোমানা, বিপাশা কবির, সাঞ্জু,  সহ এফডিসির বিভিন্ন সংগঠনের মানুষজন।

মানববন্ধনে ডেঙ্গু নিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, আগে নিজেদের সচেতন হতে হবে। নিজেদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া সম্ভব।

গুজব নিয়েও কথা বলেন ঢাকাই চলচ্চিত্রের তারকা অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

ডেঙ্গু রোধ করতে জনসচেতনার বিকল্প নেই বলে মন্তব্য করেন অভিনেতা ও প্রযোজক সমিতির নেতা শহীদুল আলম সাচ্চু। একইসঙ্গে তিনি গুজব নিয়েও কথা বলেন। সাচ্চু বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গুজবকারীদের বোঝানোর জন্য অনুরোধ করছি। গুজবে কান দেবেন না আর আইন নিজের হাতে তুলে দেবেন না।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, চলমান বিভিন্ন গুজব, গণপিটুনিতে মানুষ হত্যা এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধে এই মানবন্ধন। শিল্পীরা জাতির বিবেক। তাই বিবেকের তাড়নায় আমরা সাধারণ মানুষদের সচেতন করতে চাই। পাশাপাশি গুজব প্রতিরোধে আমরা পুলিশের সাহায্য নিতে পারি এবং নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করে ডেঙ্গু প্রতিরোধ করতে পারি।

চিত্রনায়ক নিরব বলেন, অসাবধনাতার বসেই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এছাড়া ‘কান নিয়ে গেছে চিলে’ জেনেই মানুষ চিল ধরার পিছে ছুটছে কিন্তু কানে হাত দিয়ে দেখছে না আদৌ চিলে কান নিয়ে গেছে কিনা! মিথ্যে গুজবে ভরে গেছে চারপাশ। এসব নিয়ে জনসচেতনা তৈরি করতে আমরা রাস্তায় নেমেছি।

গুজব নিয়ে ‘আব্বাস’ খ্যাত এই চিত্রনায়ক বলেন, বাংলাদেশ পুলিশের ৯৯৯-এ ফোন করেও গুজবের বিরুদ্ধে সাধারণ মানুষ অবস্থান নিতে পারে যেমনটা আমার ‘আব্বাস’ ছবির পাশে ছিল। মোটকথা, সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের রাস্তায় নামতে হলো।