• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে ড্রেন পরিষ্কার করলেন ডিসি নিজেই

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯  

পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে ড্রেন পরিষ্কারে মাঠে নামলেন নীলফামারী ডিসি হাফিজুর রহমান চৌধুরী। 

পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের মাঝে সচেতনতা সৃষ্টি করেছেন ডিসি হাফিজুর। 

বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করেন তিনি। 

ডিসি কার্যালয় প্রাঙ্গণে নিজ হাতে ড্রেন পরিষ্কারের মাধ্যমে এর শুভ সূচনা করেন। একই সময় ড্রেন পরিষ্কার করে মশক নিধনে স্প্রে  করেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। 

পরে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সোনালী ব্যাংক, পোস্ট অফিস, রিকসা ভ্যান  শ্রমিক ইউনিয়ন, এ আর জেনারেল হাসাপাতাল, গণপূর্ত অফিস, আধুনিক সদর হাসপাতাল, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অফিসার্স ক্লাবের পরিচচ্ছন্নতা অভিযান পর্যবেক্ষণ করেন তিনি।        

কর্মসূচিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব মোল্লা, এডিসি আজাহারুল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান সাহিদ মাহমুদ উপস্থিত ছিলেন।