• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৮ পরিবারের মাঝে ৩৬ বান্ডিল ঢেউটিন ও নগদ এক লক্ষ আট হাজার টাকা বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে ত্রাণ ও দূর্যোগ অধিদপ্তর থেকে প্রাপ্ত ত্রাণ ক্ষতিগ্রস্থ এলাকায় বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা দেওয়া হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা, উপজেলা ত্রাণ কার্যালয়ের উপ সহকারি প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার বিশিষ্ট ঠিকাদার অমিত কুমার দাস নয়ন প্রতি পরিবারকে ব্যক্তিগত ভাবে এক হাজার করে ১৮হাজার টাকা ও হরিণচড়া ইউনিয়নের সমাজসেবক রাসেল রানা প্রতি পরিবারকে ৫শত টাকা করে প্রদান করেন। 

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর রবিবার ভোররাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের চাকধা পাড়া গ্রামের ১৮টি পরিবার ভয়াবহ অগ্নিকান্ডে সর্বশান্ত হয়েছে।