• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ডোমারে অগ্নিকান্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  

নীলফামারীর ডোমার উপজেলায় গোমনাতী ইউনিয়নের দাড়ারপাড় গ্রামে অগ্নিকান্ডে ৮টি পরিবারের ১৫টি বসতঘর পুড়ে গেছে। গতকাল রবিবার(৮ ডিসেম্বর) রাতে গ্রামের বদরুল ইসলামের ছেলে আলমের বাড়ির রান্নাঘর হতে আগুনের সুত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডোমার ও ডিমলা উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনায় ওই গ্রামের আরো ২০ পরিবারের বসতঘর রক্ষা পায়। ওই অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছে।

গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে সরকারী সাহায্যের ব্যবস্থা করা হয়েছে।