• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

ডোমারে ছাত্রী উত্ত্যক্তকারীকে ৭ দিনের কারাদন্ড

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯  

নীলফামারীর ডোমার উপজেলায় নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সুজিত দাস (২৬) নামের এক যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাত দিনের বিনাসশ্রমকারাদন্ড দেওয়া হয়েছে। 

সোমবার (২৫ ফেব্রুয়ারী) রাতে ডোমার বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা এ রায় দেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) সকালে উত্ত্যক্তকারী সুজিতকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সুজিত ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা দাসপাড়া এলাকার নিশি কান্ত রায়ের ছেলে। 

অভিযোগ মতে ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে প্রতিনিয়ত এই যুবক উত্ত্যক্ত করে মর্মে মেয়েটি থানায় অভিযোগ করে। অভিযোগের তদন্ত করে সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত ডোমার বাজার সোনালী ব্যাংক সংলগ্ন এলাকা হতে সুজিতকে আটক করে উক্ত সাজা প্রদান করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ওসি মোকছেদ আলী।