• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ডোমারে ত্রাণের দাবিতে পরিবহন শ্রমিকদের ইউনিয়ন পরিষদ ঘেরাও

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় ১৪০ জন গাড়ি চালক নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই ইউনিয়নে বসবাসরত মাইক্রোবাস, ট্রাকটর, মিনিবাস, পিক-আপ চালকরা বিক্ষোভ করে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। বিক্ষোভকারীরা প্রায় দুই ঘন্টা ইউনিয়ন পরিষদ ঘেরাও করে রাখে। 

ট্রাক্টর চালক মোজাহার ইসলাম, আলম ইসলাম, পিক-আপ চালক রুহুল আমীন বলেন, আমরা গত ২৬ দিন হতে গাড়ি চালাতে পারছি না। আমাদের যা জমানো টাকা ছিল সব শেষ। এখন কি খাবো আর কোন উপায় নাই। তাই বাধ্য হয়ে ত্রানের দাবীতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছি। কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান আমাদের কোন কথা না শুনে ইউএনও স্যারের সাথে যোগাযোগ করতে বলেন। ১৫ দিনের আগে চেয়ারম্যান কিছু করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন। 

সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের কোন মন্তব্য করতে চাননি।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, বিষয়টি আমি শুনেছি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তালিকা করতে বলেছি। যারা গরিব, তাদের দ্রুত সহায়তা করা হবে।