• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ডোমারে দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতে জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

চালের মুল্য তালিকা না থাকায় ও মেয়াদ উর্ত্তিণ ঔষধ রাখায় দায়ে নীলফামারীর ডোমার উপজেলার দুই প্রতিষ্ঠানে ১০ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  শনিবার বিকাল ৫টায় ডোমার বাজারে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় চাল ব্যবসায়ী সাহা ট্রেডার্সের মালিক সমর সাহাকে চালের মুল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৩৮ ধারায় পাঁচ হাজার ও মেসার্স মেরাজ মেডিসিন কর্ণারের শাহিনুর ইসলামকে মেয়াদ উত্তির্ন  ঔষধ রাখার দায়ে ৫১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রামম্যান আদালতের বিচালক  ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম।

অভিযানের সময় ডোমার থানা ওসি মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর দুলাল হোসেন উপস্থিত ছিলেন।